ফরিদপুরের ভাঙ্গায় ২৫ মার্চের ভয়াল কাল রাত্রি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সম্মেলন কক্ষে এনজিও সংস্থা সুর্যমুখীর আয়োজনে ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এতে বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক- শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, যুদ্ধকালীন গ্রুপ লিডার নারী মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন