পর্তুগালের সাবেক কোচ ফার্নান্দো সান্তোসকে নিয়োগ দিল পোল্যান্ড। সান্তোস নিজেই পোল্যান্ডের কোচ হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে সান্তোস বলেন, ‘আজ থেকে আমি পোলিশ। এখানকার কোচ হিসেবে কাজ করার দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
সান্তোসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পোলিশ ফুটবল ফেডারেশনের প্রধান সিজারি কুলেসজা বলেছেন, ‘পছন্দের বিষয়টি কঠিন ছিল, কিন্তু আমরা সেরা কোচকেই বেছে নিয়েছি। এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পার করা। আগামী বছর জার্মানিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।’
গত মাসে কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচ থেকে পোল্যান্ডের বিদায়ের পর চাকরি হারান মিশিনিউইজ। তার স্থলাভিষিক্ত হলেন ৬৮ বছর বয়সী সান্তোস।
২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সান্তোস। তার অধীনে ইউরো ২০১৬ জয় করে পর্তুগাল। ২০১৯ সালে জয় করে নেশন্স লিগ।
কিন্তু কাতারে সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। দলের এমন পারফরম্যান্সের পর কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান সান্তোস।
মন্তব্য করুন