ইংল্যান্ডের বিপক্ষে শুধু টি-টোয়েন্টি সিরিজ জয় নয়, সফরকারীদের হোয়াইটওয়াশও করেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের পর বোনাসের ঘোষণা এসেছিল। তবে কী পরিমাণ বোনাস পাবেন, সেটা অবশ্য নিশ্চিত ছিল না। হোয়াইটওয়াশ করার পরও ক্রিকেটাররা কত বোনাস পাবেন সেই অঙ্কটা জানা যায়নি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, ‘একটু বেশি’ বোনাস চেয়েছেন ক্রিকেটাররা। বোনাসের অর্থ আগামী দুই-এক দিনের মধ্যেই জানানো হবে বলেও জানান তিনি।
গতকাল ইংলিশদের হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে কথা বলেন নাজমুল হাসান পাপন। সেখানেই জানান বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের পর ক্রিকেটাররা বোনাস পাবেন। সেটা নিশ্চিত হলেও ক্রিকেটাররা একটু বেশি বোনাস দাবি করেছে। সিরিজ জয়ের বোনাসের পাশাপাশি ক্রিকেটাররা পারফরম্যান্স বোনাস পাবে সেটা নিশ্চিত করে পাপন বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। এটা কত হবে এখন বলা মুশকিল, কাল-পরশুর মধ্যে জেনে যাবেন।’
তিনি আরও যোগ করেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দিই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।’
অন্যান্যবারের মতো এবারও ক্রিকেটের খোঁজ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটাও আলাদা করে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। তবে এবার একবার নয়, একাধিকবার প্রধানমন্ত্রীর ফোন পেয়েছেন নাজমুল হাসান পাপন। এমনকি ক্রিকেটারদের আউট হওয়ার ভয়েও ছিলেন প্রধানমন্ত্রী।
তার সঙ্গে কী কী কথা হয়েছে সেটা উল্লেখ করেন নাজমুল হাসান পাপন, ‘(প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়া প্রসঙ্গে) একবার না, একাধিকবার। এমনকি যখন নাকি লিটন দাস চার-ছক্কা মারছিল; তখন উনি বলেছেন, এই এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি। আমি বলেছি, আউট হলেও কোনো অসুবিধা নেই। আর কয়েকটা বল বাকি আছে এই খেলায় মারতেই হবে।’
তিনি আরও যোগ করেন, ‘তো এই রকম আমি বলছি খেলার মাঝখানেও ফোন দিয়েছেন। উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন। খেলা শেষ হওয়ার পরেও ফোন করেছিলেন, আমি বারান্দায় ছিলাম আওয়াজ শুনিনি। ঢুকেই দেখি ওনার মিসড কল; পরে আবার আমি ফোন করেছি তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই খুশি। ওটাই বলছিলেন যে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ উনি চিন্তাও করতে পারেননি, আমরাও পারিনি।’
মন্তব্য করুন