জনপ্রিয় টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ দিয়ে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন জেনিফার অ্যানিস্টন।
ইতোমধ্যে অভিনয়গুণে সারা বিশ্বে বেশ জনপ্রিয় হয়েছেন এই হলিউড অভিনেত্রী। তবে ইংলিশ পেস বোলার জোফরা আর্চার নাকি জেনিফারকে চেনেন না।
অন্যদিকে এই কথা শুনে রীতিমতো হতবাক হলেন তারই সতীর্থ বেন স্টোকস।কারণ, স্টোকসের প্রিয় অভিনেত্রী এই জেনিফার অ্যানিস্টন।
নিজেদের টুইটারে গতকাল একটি ভিডিও পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। ভিডিওটি ছিল মূলত প্রশ্নোত্তর নিয়ে খেলা। ভিডিওতে স্টোকসকে তার সতীর্থ আর্চার প্রশ্ন করেন, তার প্রিয় সেলিব্রেটি কে? উত্তরে হলিউড তারকা জেনিফার অ্যানিস্টনের নাম বলেন স্টোকস। পাল্টা প্রশ্নে আর্চার জানতে চান, ‘উনি আসলে কে?’
আর্চারের ওই প্রশ্ন শুনে অবাক হন স্টোকস। চমকে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘উনি কে! কী জিজ্ঞেস করলে তুমি!’
এরপর আর্চার জানতে চান জেনিফারের নামকরা সিনেমার নাম। স্টোকস বলেন ‘ফ্রেন্ডস’ সিরিজের কথা । আর্চার তবুও চিনতে পারেননি এই অভিনেত্রীকে। এরপর জেনিফারের চরিত্র খুলে বলার পর চিনতে পারেন ইংলিশ বোলার।
মন্তব্য করুন