করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। এরপর গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপের মাধ্যমে বাংলাদেশে ফিরেছে ক্রিকেট। ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আগামী ২২ অথবা ২৩ নভেম্বর শুরু হবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ। এর আগে ১৬০ জন ক্রিকেটারকে নিয়ে ১২ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। এদিন পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাবে দলগুলো। শনিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে থাকার পর কর্পোরেট টি-টোয়েন্টি লিগের মাধ্যমে ক্রিকেটে ফিরবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে টুর্নামেন্টটি আলাদা গুরুত্ব বহন করছে।
বিসিবি প্রেসিডেন্টস কাপে যে ক্রিকেটাররা খেলেননি কিংবা যারা করোনা পরবর্তী স্কিল ক্যাম্পে ছিলেন না, তাদের জন্য ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করেছে বিসিবি।
ফিটনেস পরীক্ষায় নির্দিষ্ট একটি বেঞ্চমার্ক স্পর্শ করে পেতে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার টিকিট। কিন্তু হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ইনজুরিতে ভোগা মাশরাফির সেরে উঠতে মোট চার সপ্তাহ সময় লাগবে। ফিটনেস পরীক্ষা তো বটেই, মাশরাফির টুর্নামেন্টে অংশগ্রহণই তাই অনিশ্চিত।
মন্তব্য করুন