কাতারে সড়ক দুর্ঘটনায় শহিদুল আহম্মদ (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কাতারের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
গত বুধবার রাতে কাতারে ফুড ডেলিভারি করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কাতার প্রবাসী শহিদুল রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কান্দিপাড়ার মো. হুসাইনের ছেলে। তিনি সাড়ে ৩ বছর আগে কাতারের দোহা মদিনাত খলিফায় বসবাস করেন। সেখানে ফুড ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশিত করেছেন প্রবাসী শহিদুলের বন্ধু মুহাম্মদ ওমার হামিদ।
মন্তব্য করুন