ভাষার মাসে নতুনধারা বাংলাদেশ এনডিবি’র বই উৎসব চলছে। মাসব্যাপী এই বই উৎসবে বাংলাদেশের যে কোন নাগরিক নতুনধারার প্রাথমিক সদস্য ফরম পূরণপূর্বক ১ টাকায় ১ টি বই ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
বুধবার (৮ ফেব্রয়ারি) বিকেল ৩ টায় আনুষ্ঠানিক বই বিতরণ কর্মসূচিতে এই ঘোষণা দেন তিনি। বিজয় নগরস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, হরিদাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় মোমিন মেহেদী উপস্থিত বইপ্রেমি নতুনধারার রাজনীতিকদের উদ্দেশ্যে আরো বলেন, নীতির রাজনীতি কখনোই অপরাধূ-দুর্নীতিবাজদের পক্ষে সম্ভব নয়। আর এই কারণেই নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতি নীতিবান-আদর্শবানদেরকে খুঁজে বের করতে ১ টাকায় বই কর্মসূচি হাতে নিয়েছে। ১ জন নতুনধারার কর্মী ১ টি বই ১ টাকায় সংগ্রহ করতে পারবেন আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত।
মন্তব্য করুন