প্রবল বর্ষণের কবলে পড়ে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। যার মধ্যে শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই মারা গেছেন ৩৯ জন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এসব তথ্য জানিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রবল বর্ষণের ফলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। মন্ত্রী শেরি রেহমান প্রাণহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান মন্ত্রী।
এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, আপাতত বৃষ্টি থামার তেমন কোনো লক্ষণ নেই। ভারী বৃষ্টি থাকবে আরও একদিন। এছাড়া নিম্নাঞ্চলেও হতে পারে জলাবদ্ধতা।
জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণেই এই দুর্যোগ ঘটছে বলে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই দুর্যোগে মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার।
Discussion about this post