ভারতে মোবাইল ফোন ব্যবহারের সময় বিস্ফোরণে আদিত্যশ্রী নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। এ সময় আদিত্যশ্রী ফোনটি ব্যবহার করছিল। তখনই তার মুখের ওপর মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে।
রাজ্য পুলিশ ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার কারণে বিস্ফোরণ হতে পারে। আদিত্যশ্রী স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা করা হয়েছে। এছাড়া তদন্ত শুরু করেছে পুলিশ। মোবাইল ফোনটি নিহত আদিত্যশ্রীই ব্যবহার করত। সে কেরালার থিরুভিলভামালায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করত।
বর্তমানে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় ও অপরিহার্য প্রযুক্তি। তবে দিন দিন এতে শিশুদের আসক্তি বেড়ে যাচ্ছে। যার জন্য মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটছে। শিশুদের মোবাইল ফোন আসক্তি কমানোর জন্য বিভিন্ন উপায় জানিয়ে আসছেন গবেষকরা।
মন্তব্য করুন