ইনি মা না অন্য কিছু! নিজের প্রেমিককে দিয়ে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ করিয়েছেন! শেষ পর্যন্ত ঠাকুমার অভিযোগ পেয়ে পুলিশ তার মায়ের প্রেমিককে গ্রেফতার করল। সেইসঙ্গে ওই নাবালিকার মাকেও আটক করা হয়েছে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি বনগাঁর। বনগাঁ ভারতের পশ্চিমবঙ্গের ২৮তম জনবহুল নগর অঞ্চল ও বনগাঁ মহকুমার সদর কার্যালয়। শহরটি উত্তর ২৪ পরগণা জেলা অবস্থিত।
স্থানীয় সূত্রে খবর ওই নাবালিকার মা স্থানীয় যুবক ইসলাম মণ্ডলের সঙ্গে বছর পাঁচেক আগে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এই নিয়ে প্রতিবেশীদের মধ্যে কানাঘুষো শুরু হলে বছর দুই আগে প্রেমিককে নিজের মেয়ের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করেন ওই মহিলা। তারপরই ওই নাবালিকার উপর শুরু হয় পাশবিক অত্যাচার।
অভিযোগ, ওই মহিলার মদতেই প্রেমিক ইসলাম মণ্ডল ওই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন। এমনকি এই মহিলা বেশ কয়েকবার নিজের মেয়েকে গর্ভনিরোধক ট্যাবলেট খাইয়েছেন বলেও দাবি প্রতিবেশীদের।
মায়ের কাছে সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত ওই নাবালিকা ঠাকুমাকে গোটা বিষয়টি জানায়। তিনি বনগাঁর চাইল্ড লাইনকে ফোনে সবকিছু জানালে তারাই গোপালনগর থানায় খবর দেয়। অভিযোগ পেয়ে গোপালনগর থানার পুলিশ অভিযুক্ত যুবক ও নাবালিকার মাকে গ্রেফতার করে। রবিবার তাদের আদালতে তোলা হয়।
মা নিজের মেয়েকে ধর্ষণের মদত দিচ্ছে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বনগাঁয়।
মন্তব্য করুন