করোনায় আক্রান্ত হওয়ার পর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে গতকাল দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে মেডিসিন ও আইসিইউ বিশেষজ্ঞ ডাঃ মহিউদ্দিন আহমেদের তত্বাবধানে আইসিইউতে রাখা হয়।
বুধবার দুপুরের পর অপূর্বর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি, এমনটাই জানান চিকিৎসক।
নির্মাতা নাজমুল রনি সংবাদ আজকালকে বলেন, গতকাল অপূর্ব ভাইয়ের শারীরিক অবস্থা অনেক গুরুতর ছিল। তবে আজকে বিকাল থেকে অনেকটাই ভালো আছেন। সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এখন। আর চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা চালিয়ে যাচ্ছেন।
কিছুদিন আগেই বান্দরবানে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেন অপূর্ব। এরপর সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন। এরপর ‘যদি,কিন্তু…তবুও’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। এরপর করেনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ আসে তার।