
এ সময়ের গ্ল্যামার গার্ল সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ভালোবাসা দিবসে ‘গোলাপি’ হয়ে হাজির হচ্ছেন মিম। এই মিউজিক ভিডিওর মডেল হয়েছেন মিম ও বিপরীতে আছেন ছোটপর্দার তারকা অভিনেতা সজল।

ইভান এন্ড মিম কোলাবরেশন এর ব্যানারে সম্প্রতি ফিল্ম ভ্যালিতে শূট হয়েছে ‘গোলাপী’ শিরোনামের মিউজিক ভিডিওটির। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন ইভান মনোয়ার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দও। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন ফ্লাই ফারুক।

মিম জানান, এই মিউজিক ভিডিওটি আমার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আমার ফ্যান-ফলোয়ার এবং দর্শকরা নতুনভাবে আমাকে স্ক্রিনে দেখবে। মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে এটা বিশ্বাস করি।

জানা গেছে, বর্তমানে মিউজিক ভিডিওটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আসছে ভালোবাসা দিবসে এটি এসভিএফ মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে ।
সংবাদ আজকাল /এইচ.আর
মন্তব্য করুন