ঢাকার ধামরাইয়ে এক নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে মরদেহটির কোমড়ের নিচের অংশ উদ্ধার করা হয়।
তবে মরদেহটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দুপুরের দিকে ওই এলাকায় রফিক নামে এক ব্যক্তির বাড়ির পাশে ইটের স্তুপের পাশে নারী দেহের কোমড়ের নিম্নাংশের খন্ডিত ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মরদেহটি খন্ডিত থাকায় পরিচয় সনাক্ত করা যায়নি।
এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রেদোয়ান হাসান, সাভার, ঢাকা।
মন্তব্য করুন