রাজধানীর ডেমরায় রাজমহল সিনেমা হলের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে পানিবাহী গাড়িও সেখানে যায়।
অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন