জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জামালপুর-ময়মনসিংহ রেল লাইনে সদর উপজেলার নরুন্দি নলকুড়ি এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জামালপুর রেল থানার সাব ইন্সপেক্টর তারা মিয়া জানান।
নিহত সাহেব আলী (৪৫) পেশায় সবজি ব্যবসায়ী তিনি নরুন্দি নলকুড়ি গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে।
তারা মিয়া বলেন, সোমবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে রেল লাইন থেকে সাহেব আলীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর প্রতিনিধি।
মন্তব্য করুন