ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বেসরকারি আল-মদিনা হাসপাতাল ও আরামবাগ হাসপাতালে গত সপ্তাহে সিজার করার সময় এক নবজাতকের কপাল কেটে ফেলে এবং আরেকটি নবজাতকের হাতের কনুই থেকে হাড় বিচ্ছিন্ন করে ফেলে।
এ ঘটনাগুলোর বিচার ও ফরিদপুরে অপচিকিৎসা বন্ধের দাবিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন থেকে দাবি করা হয়- ফরিদপুরে যেভাবে দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে ওঠছে- সেভাবে চিকিৎসার মান উন্নত হচ্ছে না। অনেক ক্লিনিকেই কোনো ডাক্তার না থাকায় আয়া ও নার্সরা রোগীদের চিকিৎসা করছেন। ফলে এরকম দুর্ঘটনা ঘটছে।
মানববন্ধন থেকে দাবি করা হয়- এরকম ঘটনা প্রায়ই ঘটলেও জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি নজরদারি এবং মনিটরিং তেমনভাবে জোরালো হচ্ছে না। তবে এবারের ঘটনায় অভিযুক্ত দুইটি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় মানবন্ধন থেকে। একই সঙ্গে তাদের মনিটরিং জোরালো করার দাবি করা হয়।
উক্ত মানববন্ধনটির আয়োজক কমিটির সভাপতি মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, নারীনেত্রী ও ব্লাস্টের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, ভুক্তভোগী পরিবারের সদস্য শরিফুল ইসলাম সুজন, সঞ্জয় সাহা, রুমন চৌধুরী, রিশান মাহমুদ রনি, হোসনে আরা, পারভেজ হাসান রাজিব, আল আমিন প্রমুখ।
মন্তব্য করুন